২৪ জানুয়ারি, ২০২০ ০৯:৩৩

সৌদি আরবে কর্মরত ভারতীয় নার্সের শরীরে করোনাভাইরাস

অনলাইন ডেস্ক

সৌদি আরবে কর্মরত ভারতীয় নার্সের শরীরে করোনাভাইরাস

ফাইল ছবি

সৌদি আরবে কর্মরত ভারতীয় নার্সের দেহেও করোনাভাইরাস পাওয়া গেছে। তবে সেটি চীনের উহান শহর থেকে ছড়ানো করোনা ভাইরাস নয় বলে দাবি করেছে জেদ্দার ভারতীয় দূতাবাস। ওই নার্স মধ্যপ্রাচ্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যা  MERS-CoV নামেও পরিচিতি। খবর এনডিটিভির

এর আগে ভারতীয় মন্ত্রী ভি মুরলীধরন জানান, সৌদিতে কর্মরত ১০০ ভারতীয় নার্সকে স্ক্রিনিং করা হয়। যার বেশিরভাগই ভারতের কেরালার বাসিন্দা। সেই ১০০ নার্সের মধ্যে একজনের করোনাভাইরাস ধরা পড়েছে। 

বর্তমানে ওই নার্স জেড্ডার আসির ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। তার যেন দ্রুত চিকিৎসা নিশ্চিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

চীনের উহান শহর থেকে ছড়ানো করোনা ভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৫৭০ জন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর