২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০৮:১০

করোনা ভয়াবহতার মধ্যেই নতুন আতঙ্কে ফ্রান্স, হটলাইন চালু

অনলাইন ডেস্ক

করোনা ভয়াবহতার মধ্যেই নতুন আতঙ্কে ফ্রান্স, হটলাইন চালু

প্রতীকী ছবি

বিশ্ব যখন কাঁপছে ভয়াবহ করোনাভাইরাস মহামারীতে, ঠিক তখন নতুন এক আতঙ্কে কাঁপছেন ফরাসিরা।

ফ্রান্সজুড়ে দেখা দিয়েছে ছারপোকার উপদ্রব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ওয়েবসাইট, হটলাইন খুলে প্রচারণা চালাতে হচ্ছে  দেশটির সরকারকে।

জানা যায়, বৃহস্পতিবার একটি প্রচারাভিযান শুরু হয়েছে। ওয়েবসাইট খোলার পাশাপাশি হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে নাগরিকদের। সেখানে ছারপোকার সমস্যা এড়ানোর উপায় বাতলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পরামর্শ দেওয়া হচ্ছে কী করবেন ও কী করবেন না।

ওয়েবসাইটে বলা হয়েছে, সবাই এই ছারপোকায় আক্রান্ত হতে পারেন। ছারপোকাগুলো আপেলের বীজের আকারের। সিমেক্স লেক্টুলারিস নামের এই ছারপোকাগুলো অন্ধকার ভালোবাসে। তাই বিছানা বা সোফার কোণে লুকিয়ে থাকে। সেখানেই বংশবিস্তার করে। এই ছারপোকা এক রাতে ৯০ বার পর্যন্ত কামড়াতে পারে। আর এদের কামড়ের দাগ একদম মশার কামড়ের মতো। তাই দাগ দেখে মশা না ছারপোকা কী কামড়েছে বোঝার উপায় নেই।

এই ছারপোকা থেকে বাঁচার জন্য বিভিন্ন উপায় বাতলে দেওয়া হয়েছে। যেমন একবার পরার পর জামাকাপড় কম করে ৬০ ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে ফোটাতে বলা হয়েছে। 

এর আগে ১৯৫০ সালের দিকে একই সমস্যায় পড়েছিলেন ফরাসিরা।  সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর