ভারতের সবচেয়ে সফল ও মহান ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মার নাম অন্যতম। গত এক বছরের মধ্যে তাঁর অধিনায়কত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ‘মুম্বাইয়ের রাজা’ নামে পরিচিত রোহিত শর্মাকে এবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশেষ সম্মান জানাল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটি আলাদা স্ট্যান্ড তৈরি করা হল। শুক্রবার এই স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে রোহিতকে যখন সম্মানিত করা হচ্ছিল, সেই সময় তাঁর স্ত্রী রীতিকা সাজদেহ আবেগ গোপন করতে পারেননি। কেঁদে ফেলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
উদ্বোধনী অনুষ্ঠানে রোহিত শর্মার বাবা-মায়ের সঙ্গে স্ত্রী রীতিকা সাজদেহও মঞ্চে উপস্থিত ছিলেন। রোহিত তাঁর বাবা-মাকে সামনে রেখেছিলেন, অন্যদিকে রীতিকা সেই সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। এমনকী তিনি ক্যামেরার সামনে ধরা না পড়ার চেষ্টা করতে করতে চোখের জল মুছে ফেলেন। আবেগাপ্লুত হয়ে তাঁকে হাততালিও দিতে দেখা গেছে।
রোহিত শর্মা এখন ক্রিকেটের দুটি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। অন্যদিকে ২০২৫ সালের মে মাসে তিনি তার টেস্ট ক্যারিয়ারেও ইতি টেনেছেন। তাঁকে এখন শুধুমাত্র ওয়ানডে দলে খেলতে দেখা যাবে।
রোহিত শর্মা ও রীতিকা সাজদেহর বিয়ে হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বর মাসে। ততদিন রোহিত ভারতীয় ক্রিকেটে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। রোহিত ও রীতিকার প্রথম দেখা হয়েছিলো ২০০৮ সালে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময়। সেই সময় রীতিকা অনেক নামী ক্রিকেটারদের জন্য স্পোর্টস ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন। সেই সম্পর্ক পরে পায় পরিণয়। রোহিত ও রীতিকার একটা মেয়ে ও একটা ছেলে রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ