অভিবাসীদের বহিষ্কার, ঢালাওভাবে ফেডারেল কর্মী ছাঁটাইসহ প্রেসিডেন্টের ৪০টি নির্বাহী আদেশের বিরুদ্ধে একের পর এক আদালতের রুলিংয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার ভয়ংকর দুর্বৃত্ত সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিরুদ্ধে হাই কোর্টের রুলিংসহ অভিবাসনের আরও কয়েকটি নির্দেশের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প ১৬ মে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নির্বাচনে ধরাশায়ী উগ্র-বামপন্থি ডেমোক্র্যাটদের খুশি করতে সুপ্রিম কোর্টও তামাশা করছে।’ উল্লেখ্য, বহু বছর আগের ‘এলিয়েন অ্যানিমিজ অ্যাক্ট’র দোহাই দিয়ে ভেনেজুয়েলার অভিবাসীদের ঢালাওভাবে গ্রেপ্তার ও বহিষ্কারের বিরুদ্ধেও গত এপ্রিলে আরেকটি রুলিং দিয়েছেন সুপ্রিম কোর্ট। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন, ‘আমাদের দেশ থেকে গুরুতর অপরাধীদের তাড়িয়ে দিতে দিচ্ছেন না সুপ্রিম কোর্ট’। যুক্তরাষ্ট্রে ৯৪টি ফেডারেল আদালত রয়েছে আঞ্চলিক ভিত্তিতে। এগুলোর যে কোনো একটির জজ কর্তৃক দেওয়া নির্দেশ সারা দেশে কার্যকর হয়ে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প এমন বিধিকে পাল্টে দিতে তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প-আইনজীবী টিম বলেছে, ডিস্ট্রিক্ট কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের নিষ্পত্তি ঘটাতেও অনেক সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ জনস্বার্থে জারিকৃত আদেশগুলো থমকে যায় ডিস্ট্রিক্ট কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞায়। এ অবস্থার অবসানে আপাতত কোনো উপায় নেই। কারণ, এমন বিধি তৈরি হয়েছে মার্কিন কংগ্রেসে। কংগ্রেসের অনুমোদন লাগবে তা পাল্টে দিতে।