চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার, বন্দর ও চান্দগাঁও থানার ওসি পদে রদবদল করা হয়েছে। বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন।
আদেশে বলা হয়, চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে চান্দগাঁও থানায়। বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে দেওয়া হয়েছে চকবাজার থানার দায়িত্ব। আর চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করা হয়েছে বন্দর থানায়।
বিডি প্রতিদিন/এমআই