জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার ঝাজর বড় বিল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বুধবার (৩০ জুলাই) দুপুরে সরেজমিনে তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক, ইউপি সদস্য নজরুল, পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর, উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, সদস্য আকাশ বাবুসহ বিল এলাকার স্থানীয় সুবিধাভোগী জনগণ।
এ সময় স্থানীয়রা বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্থানীয়দের মতে, ঝাজর বড় বিলটি এলাকার জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত জলাশয় ভরাট, অপরিকল্পিত মাছ চাষ ও দখলদারির কারণে বিলটির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ