ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন এলাকা থেকে বিকাশ ও নগদ প্রতারণার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যের সমন্বয়ে যৌথ বাহিনী ডুমাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনগুলোতে প্রতারণার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসির শেখ ও নান্টু শেখ। তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, নাসির ও নান্টু মধুখালী অঞ্চলে একটি চার সদস্যের চক্র পরিচালনা করছিল। চক্রটির আরও দুই সদস্য বর্তমানে পলাতক রয়েছে। তারা গত চার বছর ধরে সক্রিয়ভাবে প্রতারণা চালিয়ে আসছিল এবং এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৭০০ জন ভুক্তভোগীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
জানা গেছে, তারা মোবাইলে পূর্বপ্রস্তুত বিভ্রান্তিকর বার্তা সংরক্ষণ করে রাখত, যা ব্যবহার করে ভুক্তভোগীদের বিকাশ বা নগদের গ্রাহকসেবা কেন্দ্র থেকে কল এসেছে বলে বিশ্বাস করাত। পরে গ্রাহকদের কাছ থেকে ওটিপি ও গোপন তথ্য সংগ্রহ করে একাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিত।
বৃহস্পতিবার বিকেল ৪টায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম