ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীর ও জর্ডানের মধ্যবর্তী অ্যালেনবি ক্রসিংয়ে বৃহস্পতিবার এক বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা অ্যালেনবি ক্রসিংয়ে গুলিবর্ষণের খবর পেয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
হিব্রু সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, হামলাকারী একজন ট্রাকচালক ছিলেন, যিনি জর্ডান থেকে গাজা উপত্যকার উদ্দেশে ট্রাক চালাচ্ছিলেন। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ট্রাকচালক ক্রসিংয়ে প্রবেশের পরপরই একটি হ্যান্ডগান বের করে উপস্থিত লোকজনের ওপর গুলি চালান।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বন্দুকটি জ্যাম হয়ে যাওয়ার পর হামলাকারী ট্রাক থেকে নেমে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই দুই ইসরায়েলি নিহত হন।
উল্লেখ্য, এর আগেও একই স্থানে এমন হামলার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে, এক জর্ডানীয় বন্দুকধারীর হামলায় অ্যালেনবি ক্রসিংয়ে তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।
তথ্যসূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/শআ