২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪০

প্রথমবারের মতো হিন্দিতে টুইট করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো হিন্দিতে টুইট করলেন ট্রাম্প

আর কিছুক্ষণের মধ্যেই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিট (বাংলাদেশ সময় ১২টা ১০মিনিট) নাগাদ দেশটির গুজরাটের সর্দার বল্লভভাই পাটেল বিমানবন্দরে নামবেন ট্রাম্প।

ভারতে আসার আগে থেকে একের পর এক টুইট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন, “আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছু ক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে।  (হাম ভারত আনে কে লিয়ে তত্পর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে।)” 

এটিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হিন্দিতে পোস্ট করা প্রথম টুইট।

এদিকে, সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমদাবাদে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তিনিও মুখিয়ে রয়েছেন। এদিন সকালেই ট্রাম্পের উদ্দেশে মোদী টুইট করেন, “অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত।” তারপরই পাল্টা হিন্দিতে টুইট করে সকলকে চমকে দিয়েছেন ট্রাম্প। 

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর