২৪ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫২

চীনের ওপর শুল্ক আরোপ; মার্কিন সরকারের বিরুদ্ধে গাড়ি নির্মাতারা

অনলাইন ডেস্ক

চীনের ওপর শুল্ক আরোপ; মার্কিন সরকারের বিরুদ্ধে গাড়ি নির্মাতারা

চীনা যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিচ্ছে বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় যোগ হল এবার অটো ফার্ম টেসলা। অভিযোগের পাশাপাশি তারা রিফান্ডও দাবি করেছে।

নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতে সম্প্রতি বেশ কয়েকটি মামলা হয়েছে। বাদী তালিকায় আছে মার্সিডিস বেঞ্জের নামও। তাদের দাবি, এ শুল্ক আরোপের কারণে ৫০০ বিলিয়ন ডলারের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। 

বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্য ও সেবার ওপর শুল্ক আরোপ করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা সম্প্রতি আরও চরমে উঠেছে।  

বিশ্বের দুই বড় অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০১৮ সালে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, চীন বাণিজ্যে নিয়ম মানছে না। চীনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরিরও অভিযোগ যুক্তরাষ্ট্রের। এদিকে চীনের মনোভাব, বিশ্বে অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের আবির্ভাবকে ঠেকাতে চায় যুক্তরাষ্ট্র। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর