২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৭

উদ্ধার করতে না পেরে তিমি হত্যার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

উদ্ধার করতে না পেরে তিমি হত্যার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের উপকূলে বেশ কয়েকটি তিমিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাই তাদের মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরইমধ্যে অস্ট্রেলিয়ার আটকে পড়া প্রায় ৩৮০টি তিমি মারা গেছে। ৭০টির মতো তিমিকে উদ্ধারের পর ভাসিয়ে দেওয়া হয়েছে। আরও ২০টি বাঁচানো যেতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে চারটি তিমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে তাদের উদ্ধার করা সম্ভব নয়। তাই তাদের হত্যা করা হবে। একজন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির মেরিন কনজারভেশন প্রজেক্টের ক্রিস কার্লাইওন জানান, আমরা তাদের উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু তাদের অবস্থা ভালো না। তাদের সফলভাবে উদ্ধারের কোনো আশা নেই। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো মানবিক পদক্ষেপ হলো তাদের মেরে ফেলা।

গত সোমবার অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে বিপুল সংখ্যক তিমির আটকের পড়ার বিষয়টি সবার নজরে আসে। এরপরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর