পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সহ-সভাপতি মরিয়ম নওয়াজ বলেছেন, মুদ্রাস্ফীতির কারণে পাকিস্তানের জনগণকে কী জ্বালা সইতে হচ্ছে, ইমরান খান তা বোঝেন না। কারণ তিনি ভুয়া প্রধানমন্ত্রী।
মরিয়ম পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কার্দু এলাকায় এক সমাবেশে বক্তৃতা করছিলেন। তিনি বলেন, ভুয়া প্রধানমন্ত্রী ইমরান ঘোষণা করেছেন তিনি নাকি গিলগির-বাল্টিস্তানকে পাকিস্তানের একটি প্রদেশে পরিণত করবেন। তার ওয়াদার সার্থকতা তো দেখা যায় না। ইমরান ওয়াদা করেছিলেন স্কারদুর ১ কোটি যুবকের কর্মসংস্থান করবেন, কিন্তু করেননি। ‘সমাজকে পরিবর্তন করবেন- কথা দিয়েছিলেন ইমরান, করেছেন?’ প্রশ্নের উত্তর মরিয়মই দিলেন, ‘না করেননি।’ ইমরানের উদ্দেশে মরিয়ম বলেন, ‘আপনি ভুয়া প্রধানমন্ত্রী হলেও প্রধানমন্ত্রীই তো বটে। জনগণের মনমানসিকতা উপলব্ধির চেষ্টা আপনাকে করতে হবে।’ সমাবেশে উপস্থিত জনতাকে মরিয়ম বলেন, যারা আনুগত্য বদলায় তাদের আপনারা গিলগিট বাল্টিস্তানের ভোটাররা ভোট দেবেন না। তিনি জানান, গিলগিট-বাল্টিস্তানের নির্বাচনে পিএমএল-এন প্রার্থী দেয় ১৬ জন, এর মধ্যে ৮/৯ জন তাদের আনুগত্য পাল্টিয়েছে। নীতিবর্জিত এসব ব্যক্তিকে ব্যালটের মাধ্যমে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান মরিয়ম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ