৮ মে, ২০২১ ১৫:০৬

ধেয়ে আসছে চীনা রকেট, কোথায় পড়বে জানেন না বিশেষজ্ঞরা

অনলাইন ডেস্ক

ধেয়ে আসছে চীনা রকেট, কোথায় পড়বে জানেন না বিশেষজ্ঞরা

ছবিতে হলুদ রঙের যন্ত্রটি চীনের রকেট

ধেয়ে আসছে চীনের রকেট লং মার্চ ৫বি'র ধ্বংসাবশেষ। এটি কখন ও কোথায় পড়বে সেটি নিয়ে চলছে গুঞ্জন। সিএনএন জানিয়েছিল, এটি মধ্য এশিয়ার দেশ তুর্কেমেনিস্তানে পড়তে পারে।

তবে যুক্তরাষ্ট্রের এরোস্পেস করপোরেশন জানিয়েছে, চীনের রকেটটি আগামীকাল রবিবার পৃথিবীতের পতিত হবে। তবে কক্ষপথে এত দ্রুত স্থান পরিবর্তন করছে যে রকেটটি কোথায় গিয়ে পড়বে তা বলা মুশকিল।

চীনের মহাকাশ স্টেশনের মডিউল বহন করেছিল ৩০ মিটার লম্বা রকেটটি। এটি পৃথিবীর কক্ষপথে নিচের দিকে পড়ে যায়। ব্রিটেনের ইন্ডিপেনডেন্ট পত্রিকা জানিয়েছে, রকেটটি পৃথিবীকে প্রতি ৯০ মিনিটে একবার পদক্ষিণ করছে। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর