১৫ মে, ২০২১ ১৫:০৫

১৬০ যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলের অভিযান, ১৩৯ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

১৬০ যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলের অভিযান, ১৩৯ ফিলিস্তিনি নিহত

১৫ বছরের এক শিশুর লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

ফিলিস্তিনে টানা পঞ্চমদিনের মতো বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছে তাদের ১৬০টি যুদ্ধবিমান। ৪০ মিনিটে তারা ৮০ টন বিস্ফোরক দ্রব্য ফেলেছে ফিলিস্তিনে। অভিযানে হামাসের একটি টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। 

এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪০টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯৫০ জন। ফিলিস্তিনে আজ শনিবারও বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 

জাতিসংঘ জানিয়েছে, হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি বাড়ি-ঘর ছেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের সপক্ষে বিক্ষোভ চলছে। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর