এক সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরের বিরুদ্ধে এবার ফিলিস্তিনের গাজার এক কারাগার থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, আবেদ আল-কারিম আবু ওদেহ নামের ওই ব্যক্তি একসময় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক কমান্ডার ছিলেন। খবর জেরুজালেম পোস্টের।
এর আগে, ২০১৯ সালে তাকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে কারাদারে পাঠানো হয়। গাজার আনসার কারাগারে ৩৫ বছর বয়স্ক আবেদকে আটক রাখা হয়। যদিও সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্ত, তারপরও আবেদ কীভাবে পালালো তা স্পষ্ট নয়।
ফিলিস্তিন বলছে, আবেদ ইসরায়েলের দেয়া একটি ট্রাকিং ডিভাইস দিয়ে হামাসের তৈরি টানেলের নকশা পাচার করছিল। তাকে ওই ডিভাইসসহ আটক করে হামাস। এদিকে, কড়া নিরাপত্তার মধ্যেও তার কারাগার থেকে পালানো হামাসের জন্য বিব্রতকর বলে মনে করছেন ফিলিস্তিনিরা।
এরইমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করেছে হামাস। তাদেরকে আবেদের সহায়তাকারী দাবি করছে সংগঠনটি। এছাড়া আবেদের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কারও ঘোষণা করেছে তারা। তাছাড়া তিনি সীমানা পাড়ি দিয়ে ইসরাইলে চলে যেতে পারেন এমন ধারণাও করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক