ভয়াবহ বন্যা ও ভূমিধসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু। প্রবল বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে দেশটির সাও পাউলো প্রদেশে প্রাণহানির এই ঘটনা ঘটে।
ব্রাজিলের জননিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সাও পাউলোর প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৯ জন আহত হয়েছেন এবং এখন পর্যন্ত আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ব্যাপক বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই দুর্যোগের কারণে সাও পাউলো প্রদেশজুড়ে প্রায় ৫০০ পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে।
রবিবার দুর্যোগপীড়িত এলাকাগুলো পরিদির্শন করেন সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া। পরে ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন তিনি। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ব্রাজিলের কেন্দ্রীয় সরকার।
রয়টার্স বলছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বৃহত্তর সাও পাউলোর আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এম্বু দাস আরতেস এবং ফ্রাংকো দ্য রোচা শহরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ভারজিয়া পাউলিসতা, ক্যাম্পো লিম্পো পাউলিসতা, জাউ, ক্যাপিভারি, মন্টেমর অ্যান্ড রাফার্ড এলাকাগুলোও দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ