চীন সরকারের অনুরোধে রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান পিছিয়ে দেয় বলে এক প্রতিবেদনে দাবি করেছে সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছে চীন।
পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে একে ‘মূল ঘটনা থেকে মনোযোগ সরানো ও দোষারোপ করার অপচেষ্টা’ বলে উল্লেখ করেছে চীন।
এদিকে পশ্চিমের দেশগুলোর গোয়েন্দা তথ্যের বরাতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে ইউক্রেনে হামলা না করার অনুরোধ করেছিল চীন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যে জানা গেছে যে, এই বিষয়ে চীনের কর্মকর্তারা গত ফেব্রুয়ারির শুরুতে রুশ কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন।
বিবৃতিতে বেইজিং জানিয়েছে, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। মূল ঘটনা থেকে মনোযোগ সরানোর জন্য এবং দোষারোপ করার জন্য এই ঘৃণ্য কাজটি করা হচ্ছে।’ বিবৃতিতে আবারও ইউক্রেনে বর্তমান সংঘাতের কারণ হিসেবে ‘যুক্তরাষ্ট্রের সমর্থনকারী ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ’ এর কথা উল্লেখ করেছে বেইজিং।
অলিম্পিকের সময় যা ঘটেছিল?
গত ৪ ফেব্রুয়ারি উইন্টার অলিম্পিক শুরু হওয়ার দিন পুতিন-শি শীর্ষ বৈঠক হয়। দুই নেতাই বলেন, পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তারা সহযোগিতার ভিত্তিতে চলবেন। পাঁচ হাজার শব্দের নথিতে বলা হয়েছিল, দুই দেশের সহযোগিতার কোনো সীমা থাকবে না।
বেইজিংয়ের উইন্টার অলিম্পিক গত ২০ ফেব্রুয়ারি শেষ হয়। আর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, এই রিপোর্টে যে দাবি করা হয়েছে তা একেবারেই জল্পনা মাত্র। এর কোনো ভিত্তি নেই। এর উদ্দেশ্য চীনের ঘাড়ে দোষ চাপানো ও চীনের নিন্দা করা। সূত্র : দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/আবু জাফর