ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে রাশিয়ার ঘোষণা তা মানা হচ্ছে না বলে অভিযোগ করছে ইউক্রেন। ওই শহরের ওপর গোলাবর্ষণ এখনো চলছে।
মারিউপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভ বিবিসিকে বলেছেন, “রুশরা আমাদের ওপর এখনো বোমা ফেলছে। এখনো তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে।’
‘মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোনো যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না’, অভিযোগ করে বলেন তিনি।
এর আগে ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিল রাশিয়া। এই দুই শহর হলো- মারিউপোল ও ভলনোভাখা।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টা (রাশিয়ার সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় দুপুর ১টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি ও স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত এড়াতে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ হিসেবে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে একমত হয়েছে রাশিয়া।
ডোনেটস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের কর্মকর্তা পাভলো কিরিলেনকোর বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় দুপুর একটা) সাময়িক অস্ত্রবিরতি শুরু হবে।
তবে মারিউপল সিটি কাউন্সিল জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা (বাংলাদেশ সময় দুপুর ৩টা) থেকে স্থানীয় সময় বিকাল ৪টা (বাংলাদেশ সময় রাত ৮টা) পর্যন্ত পাঁচ ঘণ্টার জন্য সাময়িক এই অস্ত্রবিরতি কার্যকর থাকবে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ