রাশিয়ার সেনাবাহিনীর কাছ থেকে ইউক্রেনের যে সব অঞ্চল দখলমুক্ত করা হয়েছে সে সব অংশে জনজীবন স্বাভাবিক হচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে এক বক্তৃতায় এই মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, চলতি সপ্তাহের শুরুতে ৭০টি স্থাপনায় মাইন অপসারণ করা হলে এখন প্রতিদিন সেটা হচ্ছে ১৮৪টি করে। তবে এখনো অনেক বাকি মন্তব্য করে তিনি বলেন, মাইন অপসারণের গতি বেশ ভালো।
জেলেনস্কি বলেন, পরিবহন যোগাযোগও বেশ ভালো গতিতে সচল হচ্ছে। শুক্রবার ৯৬টির বেশি স্থাপনায় পরিবহন যোগাযোগ সচল করা হয়। এছাড়া ১৮৩টি স্থাপনায় গ্যাস স্টেশন চালু হতে শুরু করেছে, ৯০টি স্থাপনায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে, পানি সরবরাহ, গ্যাস সরবরাহ এবং মোবাইল সংযোগ চালু করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চল যেখানে রাশিয়া এখন হামলা চালাচ্ছে সেখানেও সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে প্রত্যাশার কথা জানান জেলেনস্কি।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল