ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলো তাদেরকে চাহিদামাফিক অস্ত্র দিতে শুরু করেছে।
শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এই তথ্য জানান। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা যে অস্ত্র চেয়েছিলাম মিত্র দেশগুলা অবশেষে তা দিতে শুরু করেছে। এই অস্ত্র হাজার হাজার মানুষের জীবন রক্ষায় সহায়তা করবে।
জেলেনস্কি অভিযোগ করেন, মস্কোর অন্য দেশেও আক্রমণের অভিপ্রায় রয়েছে।
এর আগে গতকাল রুশ সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইউক্রেনে তাদের যুদ্ধের রূপরেখা প্রকাশ করেন। তিনি জানান, তারা দোনবাসহ ইউক্রেনের সমগ্র দক্ষিণ অঞ্চল নিয়ন্ত্রণ করতে চান। এর মাধ্যমে তারা মলদোভার সঙ্গে সংযোগ স্থাপন করতে চান। মলদোভায় রুশ সমর্থিত একটি গ্রুপ আছে যারা ট্রান্সনেস্ট্রিয়া নামক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যদিও বিশ্বের কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল