গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর ৮টি আক্রমণ প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, লুহানস্ক এবং দোনেতস্ক অঞ্চলে তারা রাশিয়ার ৯টি ট্যাঙ্ক, ১৮টি সাঁজোয়া ইউনিট, ১৩টি সামরিক যান এবং একটি ট্যাংকার ও তিনটি আর্টিলারি ব্যবস্থা ধ্বংস করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, রুশ বাহিনী দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ আংশিকভাবে অবরুদ্ধ করে গোলাবর্ষণ করছে।
ইউক্রেন সেনাবাহিনী এসব দাবি করলেও এ বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল