রকেট হামলার অভিযোগে এবার গাজা উপত্যকায় প্রবেশের একমাত্র পথ ইরেস ক্রসিং বন্ধ করলো ইসরায়েলে। ইহুদিবাদি দেশটির অভিযোগ গাজা থেকে তিনটি রকেট ছোঁড়া হয়েছে ইসরায়েলে। খবর আল-জাজিরার।
জানা গেছে, বন্ধ করে দেওয়া একমাত্র এই ক্রসিং দিয়েই অবরুদ্ধ গাজার বাইরে আসা যাওয়া করতেন ফিলিস্তিনিরা। এটি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়তে হবে তাদের। ইসরায়েল কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার গাজা থেকে তিন দফা রকেট হামলা চালানো হয়েছে। তিনটি রকেটের একটি ইসরায়েল ভূখণ্ডে একটি খোলা মাঠে আঘাত করে, অন্যটি ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরেই কোথাও পড়েছিল।
তবে তৃতীয়টি কোথায় পড়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, গাজা থেকে চারটি রকেট ছোড়া হয়েছিল, যা আয়রন ডোম দ্বারা প্রতিহত করেছে তারা। জবাবে গাজার উদ্দেশ্যে তারাও পাল্টা রকেট হামলা চালায়।
বিডি-প্রতিদিন/শফিক