পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দলকে তিনি ইসলামাবাদে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন।
নিজ বাসভবন বানি গালাতে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই কথা বলেন। অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটা ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।
এর আগে শুক্রবার লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে দলের শক্তি প্রদর্শন করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওই সমাবেশে ইমরান খান রাজধানী ইসলামাবাদে আসতে নেতা–কর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেন।
শনিবার সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, তিনি তারিখ জানাবেন। তবে তার আগে গ্রাম পর্যায় থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাদের ‘প্রকৃত স্বাধীনতা’র জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ইসলামাবাদে জনতার ঢল নামবে উল্লেখ করে ইমরান খান বলেন, মানুষের মধ্যে পূর্বের যেকোনো সময়ের থেকে তিনি রাজনৈতিক সচেতনতা দেখছেন।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তাদের সঙ্গে যে ‘কৌতুক’ করা হয়েছে জনগণ তা উপলব্ধি করতে শুরু করেছে। অসংখ্য ‘ক্রিমিনাল’ (অভিযুক্ত) এবং জামিনে ছিল এমন ব্যক্তিদের নিয়ে মন্ত্রীসভা গঠনের সমালোচনা করেন তিনি। রাজধানীতে যাত্রা সফল করতে আগামী ২৭ রমজান দেশব্যাপী প্রার্থনা করা হবে বলেও জানান তিনি।
জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এই অনাস্থা প্রস্তাবের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন ও একের পর এক সমাবেশ করছে পিটিআই। দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল