সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সমুদ্র সৈকতের কাছে একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এ ঘটনা নিয়ে সেখানকার অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকার আবদি রাহমান জানান, ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, ঐ রেস্তোরাঁয় হামলার সময় সোমালিয়ার একজন পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশের এক কর্মকর্তা।
মোগাদিশুর দক্ষিণে সৈকতে সম্প্রতি যাত্রা শুরু করার পর ‘দ্য প্যাসকেটোরে’ নামের ঐ রেস্তোরাঁ সি ফুডের জন্য ভোজনরসিকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাদাব।
বিডি-প্রতিদিন/শফিক