ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনে কথোপকথনের সময় আরও সামরিক সহায়তা দেওয়ার কথা নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিবিসির।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে আরও সাঁজোয়া যান, ড্রোন ও অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র পাঠানো হবে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে কিয়েভে পুনরায় দূতাবাস চালু করবে যুক্তরাজ্য।
এর আগে, বরিস জনসন তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করেছিলেন, যা দিয়ে ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানা গেছে।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি প্রথম সেনা অভিযান চালায় রাশিয়া। এরপর থেকে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া মারিওপোলে ব্যাপক হামলা চালানো হয়। মারিওপোলকে বলতে গেলে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।
বিডি প্রতিদিন/ এমআই