নাইজেরিয়ার রিভার্স রাজ্যের একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে একশ’র বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পরিবেশবাদী সংগঠন।
রাজ্যের পেট্রোলিয়াম সম্পদ কমিশনার গুডলাক অফিয়া বলেন, ‘অবৈধ একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আগুনে তাদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের শনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে।’
পরিবেশবাদী সংগঠন ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার বলেছে, বিস্ফোরণের সময় সেখানে অবৈধ তেল কেনার জন্য লাইনে থাকা অনেকগুলো গাড়িও পুড়ে গেছে।
আল-জাজিরার প্রতিনিধি ফিদেলিস এমবাহ জানিয়েছেন, দক্ষিণ নাইজেরিয়ার আরও এ রকম অনেক অবৈধ তেল ব্যবসা রয়েছে।
গত বছরের অক্টোবর মাসেও রিভার্স রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ অন্তত ২৫ জন মারা যায়।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল