খেরসন শহরে রাশিয়ার সেনা কমান্ডের একটি পোস্ট ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার (২২ এপ্রিল) রাশিয়ার সেনা পোস্টে হামলার ঘটনায় দুই রুশ জেনারেল নিহত হয়েছেন। বাকি একজন গুরুতর আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ জানিয়েছেন, রাশিয়ার ওই নির্দেশনা কেন্দ্রে ইউক্রেনীয় হামলার সময় ৫০ জন জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা ছিলেন। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
এর আগেও কয়েকজন রুশ জেনারেলকে হত্যা করার দাবি করেছিল ইউক্রেনের সামরিক বাহিনী।
তবে রাশিয়ার সামরিক বাহিনী এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা, কিয়েভ ইন্ডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/নাজমুল