ইস্টার দিবসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন।
রোববার সেন্ট সোফিয়া ক্যাথেড্রল থেকে জেলেনস্কি বলেন, আজকের মহান ছুটির দিন আমাদের বড় আশা এবং অবিচল বিশ্বাস দেয় যে, অন্ধকার দূরীভূত করবে আলো, মন্দের বিপরীতে ভালো বিজয়ী হবে, মৃত্যুর বিপরীতে জীবন বিজয়ী হবে এবং ইউক্রেন অবশ্যই জিতবে।
জেলেনস্কি বলেন, সৃষ্টিকর্তা এবং সমগ্র স্বর্গীয় আলো আমাদের পাশে আছে। আমরা খুব দুঃসময় পার করছি। তবে এই পথের শেষে ইউক্রে সুখ এবং সমৃদ্ধি জীবন পাবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
ইস্টার দিবসে ঈশ্বরের কাছে জেলেনস্কি তার মহান দয়া দান করেন যাতে ইউক্রেনের স্বপ্ন সত্যি হয়। তিনি বলেন, এটা হবে মহা দিন যেদিন ইউক্রেন প্রচুর শান্তি আসবে।
ইস্টার সানডে বা পবিত্র রবিবার হল খ্রিস্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিস্টানরা এই দিনে মৃত্যুর বিরুদ্ধে যিশুখ্রিস্টের বিজয় উদযাপন করে।
খ্রিস্টে বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবনের শুরুর প্রতীক।
বিডিপ্রতিদিন/কবিরুল