জাপানের পূর্ব হোক্কাইডোর শিবেটেকো উপদ্বীপে ২৬ জন নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১০ আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কোস্ট গার্ড। জানা গেছে, নৌকাটিতে ২ শিশুসহ মোট ২৬ জন পর্যটক ছিল। খবর রয়টার্স ও দ্য নিউ ইয়র্ক টাইমস এর।
জাপান কোস্ট গার্ডের বুলেটিনে যে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তার মধ্যে ৩ নারী থাকলেও কোনো শিশু নেই বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কোস্ট গার্ডের ৭টি জাহাজ, তিনটি বিমান ও ৪টি হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে।
এর আগে, বিবিসির খবরে বলা হয়, শনিবার দুপুরের দিকে শিবেটেকো উপদ্বীপ এলাকায় প্রবল ঢেউ ও প্রবল বাতাস ছিল। খারাপ আবহাওয়া থাকায় মাছ ধরার নৌকাগুলো দুপুরের আগেই বন্দরে ফিরে আসে। এছাড়াও পর্যটকরা সবাই লাইফ জ্যাকেট পরিহিত ছিল। কিন্তু ওই এলাকায় রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে আসে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক