অনাস্থা ভোটে সরকার পরিবর্তনসহ নানা নাটকীয়তার পরও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা কমছে না। এবার আইনে পরিবর্তন এনে এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) বা নো ফ্লাই লিস্ট থেকে নাম কাটিয়ে নিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার ছেলে হামজা শরীফ এবং পিএমএলএনের সুপ্রিমো নওয়াজ শরীফ (শাহবাজের ভাই) ও তার মেয়ে মরিয়ম নওয়াজ (শাহবাজের ভাতিজি)।
এছাড়া তালিকা থেকে আরও বাদ দেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি, আহসান ইকবালের নাম। ইসিএল থেকে এসব নাম আগামী কয়েক দিনের মধ্যে বাতিল করা হবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এদিকে, রাজনীতির মাঠে শক্তভাবে ফিরে আসার বার্তা দিয়ে যাচ্ছেন ইমরান খান। এসব কিছুর মধ্যেও লোড শেডিংসহ বিভিন্ন সংকটে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।
বিডি-প্রতিদিন/শফিক