মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ইউক্রেন সফর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন। সেখানে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগে ইউক্রেনীয় এক কর্মকর্তা ব্লিনকেনের কিয়েভে পৌঁছার কথা বললেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছিল।
অবশেষে বিষয়টি নিশ্চিত করল আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন এই শীর্ষ দুই কর্মকর্তা রবিবার কিয়েভ সফরে গিয়েছিলেন। তবে বর্তমানে তারা ইউক্রেন ভুখণ্ডের বাইরে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম