ফ্রান্সে ভোটের দিন পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দেশটির রাজধানী প্যারিসে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি বেপরোয়া গাড়ি পুলিশের কর্মকর্তাদের দিকে আসতে দেখে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে গাড়িতে থাকা দুইজন মারা যান। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তে নেমেছে প্রশাসন।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল প্যারিস। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরি লি পেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাকরন।
সূত্র: এএফপি, এনডিটিভি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ