ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি ‘নজিরবিহীন সহযোগিতার’র জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ প্রদান করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে বল হয়, সমগ্র ইউক্রেনের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ প্রদান করতে চাই। ইউক্রেনকে সমর্থন এবং বলিষ্ঠ নেতৃত্বের জন্য বাইডেনকে ধন্যবাদ প্রদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণ এবং কংগ্রেসকেও ধন্যবাদ প্রদান করেন তিনি।
ব্লিনকেন-অস্টিনের সাথে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্প্রসারণ নিয়েও তিনি আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
জেলেনস্কি বলেন, আমরা বুঝি এই পথে পরবর্তী পদক্ষেপ কী নিতে হবে। ইউক্রেন অংশীদারদের সমর্থনের ওপর নির্ভরশীল বলে প্রাপ্তি স্বীকার করেন তিনি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল