যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র এবং রাশিয়াকে সামরিকভাবে দুর্বল হিসেব দেখতে চায়। কিয়েভ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবার এ মন্তব্য করেন।
পোলিশ-ইউক্রেন সীমান্তে এক সংবাদ সম্মেলনে অস্টিনের কাছে সাংবাদিকরা জানতে চান, ইউক্রেনে কী দেখতে চায় যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন— ইউক্রেনকে আমরা সার্বভৌম এবং গণতান্ত্রিক একটি দেশ, যারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে তেমন দেখতে চাই।
একইসঙ্গে পেন্টাগন প্রধান রাশিয়াকে কেমন দেখতে চান সেটাও জানান। তিনি বলেন, আমরা রাশিয়াকে এমন মাত্রায় দুর্বল দেখতে চায়, যেন তারা ইউক্রেনে আক্রমণের মতো কাজ না করতে পারে।
ইউক্রেনে রাশিয়া ইতোমধ্যে অনেক সামরিক সক্ষমতা হারিয়েছে উল্লেখ করে লয়েড অস্টিন বলেন, রাশিয়া খুব শিগগিরই সক্ষমতা পুনঃনির্মাণ করতে পারে আমরা তেমনটি দেখতে চাই না।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান বলেন, উপযুক্ত সরঞ্জাম এবং সমর্থন পেলে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে জয় লাভ করবে।
তার বক্তব্য অনুসারে—জিততে হলে প্রথম বিশ্বাস করতে হবে যে, আমরা জিততে পারব। ইউক্রেনের সেই বিশ্বাস আছে মন্তব্য করে লয়েড অস্টিন বলেন, আমরাও বিশ্বাস করি তারা জিতবে। এজন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল