ক্রেমেনচুকে ইউক্রেনের জ্বালানি ও তেল শোধনাগার ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী। সোমবার এমন দাবিই করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এছাড়াও ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন, রুশ প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র আইহগোর কোনাশেনকভ।
রাষ্ট্রীয় টিভি চ্যানেল রোসিয়া টোয়েন্টি ফোরে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দূর পাল্লার অস্ত্র দিয়ে ক্রেমেনচুকের জ্বালানি উৎপাদনকারী তেল শোধনাগার ধ্বংস করে দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘৫৬টি ইউক্রেনীয় সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।’
এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।
সূত্র: বিসিবি
বিডি প্রতিদিন/নাজমুল