ইউক্রেন সংঘাতে কোনও বহিঃশক্তি হস্তক্ষেপ করতে আসলে চরম পরিণতির হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন।
তিনি বলেছেন, “ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করা যেকোনও দেশ বা রাষ্ট্রকে ‘বজ্রপাতের ন্যায় দ্রুত’ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।”
পুতিন বলেন, “কেউ দম্ভ দেখাতে পারবে না…, আমাদের কাছে সব ধরনের সরঞ্জাম আছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করব।”
তার এই হুঁশিয়ারি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের’ ব্যবহারকেই ইঙ্গিত করে।
উল্লেখ্য, ইতোমধ্যে ইউক্রেনের মিত্র দেশগুলো রাশিয়াকে মোকাবিলায় অস্ত্র সরবরাহ বাড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে পরাস্ত করার বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।
রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের অঞ্চলগুলো থেকে সরে আসার পর গত সপ্তাহে ডোনবাস (লুহানস্ক ও ডোনেটস্ক) অঞ্চল দখলে বড় ধরনের আক্রমণ শুরু করে।
তবে একজন কর্মকর্তার মতে, রাশিয়ান বাহিনী ‘কট্টর ইউক্রেনীয় প্রতিরোধকে কাটিয়ে উঠতে তেমন সুবিধা করতে পারছে না এবং তারা চরম ক্ষতির শিকার হচ্ছে।’ সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম