২৯ মে, ২০২২ ০৪:১৪

পুতিনকে জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান

অনলাইন ডেস্ক

পুতিনকে জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জার্মান ও ফ্রান্সের শীর্ষ নেতা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। 

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন এই আহ্বান জানান।

বিবিসির খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে ওলাফ শলৎস এবং ম্যাক্রোন দীর্ঘ ৮০ মিনিট টেলিফোনে কথা বলেন। ইউরোপের এই দুই নেতা পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। একইসঙ্গে ইউক্রেন থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারেরও আহ্বান জানান।

জবাবে পুতিন বলেছেন, কিয়েভের সঙ্গে সংলাপ শুরু করতে মস্কো প্রস্তুত। তবে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিন সরাসরি আলোচনায় বসবেন কিনা ক্রেমলিন সে বিষয়ে কিছু জানায়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি এখন পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান না। তবে সংঘাত বন্ধ করা প্রয়োজন বলে মত দিয়েছেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর মস্কোর সঙ্গে কিয়েভের কয়েক দফা শান্তি আলোচনা হয়েছে। তবে এই আলোচনায় বড় কোনো অর্জন হয়নি। আপাতত দুই পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের সংলাপ স্থগিত রয়েছে।

সূত্র: বিবিসি

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর