৩ অক্টোবর, ২০২২ ১২:০২

ব্রাজিলের নির্বাচনে এগিয়ে লুলা, ফিরতি ভোট ৩০ অক্টোবর

অনলাইন ডেস্ক

ব্রাজিলের নির্বাচনে এগিয়ে লুলা, ফিরতি ভোট ৩০ অক্টোবর

ব্রাজিলে কয়েক দশকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বামপন্থী লুই ইনাসিও লুলা দা সিলভা তার উগ্র ডানপন্থী প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর চেয়ে এগিয়ে রয়েছেন। তবে লুলা ৫০ ভাগ ভোট না পাওয়ায় ফিরতি নির্বাচনের প্রয়োজন হবে।

ভোটিং মেশিনে ৯৯.৭ ভাগ ভোট গণনার পর দেখা যাচ্ছে যে লুলা ৪৮.৪ ভাগ বৈধ ভোট পেয়েছেন। আর বলসোনারো পেয়েছেন ৪৩.৩ ভাগ।

ব্রাজিলের নির্বাচনী আইন অনুসারে, কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পেলে দ্বিতীয় দফার নির্বাচন আয়োজন করতে হয়। আগামী ৩০ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : আলজাজিরা


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর