ইস্তামবুলের সড়কে বোমা বিস্ফোরণে ৬ জন নিহতের ঘটনার পর উত্তর সিরিয়া এবং উত্তর ইরাকে অভিযান ঘোষণা করে তুরস্ক। আন্তঃসীমানায় এই অভিযানে ২৫৪ জন কুর্দিস্তানি বিদ্রোহীকে (পিকেকে নামে পরিচিত) হত্যার দাবি করেছে তুরস্ক।
বুধবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর আঙ্কারায় অবস্থিত স্থলবাহিনীর অভিযান সেন্টারে এই তথ্য জানান।
তুরস্কের এই মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৪৭১টি টার্গেটে হামলা করা হয়েছে, ২৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এর আগে গত রবিবার তুরস্ক ‘ক্ল-সোয়ার্ড’ নামে আন্তঃসীমানায় বিমান অভিযান শুরু করে। সূত্র: ডেইলি সাবাহ
বিডিপ্রতিদিন/কবিরুল