পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী শুক্রবার দুই দিনের সফরে তুরস্ক যাচ্ছেন। তিনি ইসলামাবাদ বিমানবন্দর ত্যাগের আগেই পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অফিস নতুন সেনাপ্রধান নিয়োগের সারসংক্ষেপ (সামারি) পেয়েছে। আনুষ্ঠানিকতা, প্রক্রিয়া শেষ করতে একদিন লাগবে।
এদিকে নতুন সেনাপ্রধানের (সিওএএস) নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে দেশটি। এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরে যাচ্ছেন আগামী ২৯ নভেম্বর। আর এর আগেই নতুন সেনাপ্রধান বেছে নেবে দেশটি। এ লক্ষ্যে পাকিস্তানের সেনা সদর দপ্তর পরবর্তী সেনাপ্রধান হিসেবে ৬ জন শীর্ষ জেনারেলের নাম নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। পরে সেটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়েও পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ৬ জন জেনারেলের ভেতর থেকেই নতুন সেনাপ্রধান বেছে নেবেন তিনি। সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল