কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মিকোলিভ এবং দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে রুশ হামলা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো হামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয়েছে। বিস্ফোরণের পর লোডশেডিং হয়েছে।
এদিকে হামলার আগে সমগ্র ইউক্রেনে ‘সতর্কতা (অ্যালার্ট)’ জারি করা হয়। ইউক্রেনের অন্তত দুইটি অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু ছিল। ইউক্রেনের সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ব্যাপক সংখ্যক রাশিয়ার ক্রুজ মিসাইল কিয়েভের দিকে ধেয়ে আসছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল