রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে স্থানীয় এক বাসিন্দা চারজনকে এলোপাতাড়ি গুলি করে নিজে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে গুলি করেছে। পরে আরও একজনকে গুলি করেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ক্রিমস্কের রাস্তায় হাঁটার সময় গুলি ছুড়ছেন হামলাকারী। পথে শুয়ে পড়া আরও একজনের কাছ গিয়েও গুলি চালান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। হামলার ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। এটি ক্রিমিয়া উপদ্বীপের কাছে। এটি ২০১৪ সালে ইউক্রেন থেকে রুশ ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নেয় মস্কো। সূত্র: রয়টার্স, তাস
বিডি প্রতিদিন/কালাম