পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, হুমকি থাকা সত্ত্বেও ইমরান খান আগামীকাল রাওলাপিন্ডির লংমার্চে পৌঁছাবেন। শুক্রবার লাহোরে গণমাধ্যমে তিনি এই তথ্য জানান। গত ২৮ অক্টোবর নতুন নির্বাচনের দাবিতে ‘লংমার্চ’ শুরু করেন ইমরান খান। ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানের ওপর গুলির ঘটনা ঘটে। এরপর লংমার্চ বন্ধ হয়ে যায়।
আগামীকাল রাওলাপিন্ডি থেকে ফের ইমরান খানের লংমার্চ শুরু হচ্ছে। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানা উল্লাহ সন্ত্রাসীরা সুযোগ নিতে পারে সতর্ক করে ইমরান খানকে লংমার্চ স্থগিতের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ‘সরকার ইমরান খানের জীবনের ওপর হুমকি আছে এই প্রথম বলছে না। জীবনের ওপর হুমকি আছে ইমরান খান সরাসরি এই জ্ঞান রাখেন। তা সত্ত্বেও তিনি এই লড়াইয়ের পথ বেছে নিয়েছেন।’
ফাওয়াদ চৌধুরী বলেন, তিনি (ইমরান খান) যদি লড়াই ভুলে বাড়ি বসে থাকেন, তাহলে জনগণ পরাজিত হবে এবং তাদের রাজনৈতিক অধিকার হারাবে। শুধুমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ইমরান খান রাজপথে নেমেছেন। পাকিস্তানের ভবিষ্যতের জন্য মাফিয়াদের পরাজিত করা প্রয়োজন। হাকিকি আজাদির লড়াই (প্রকৃত মুক্তির লড়াই) শেষ পর্বে প্রবেশ করেছে মন্তব্য করে তিনি বলেন, এটা যৌক্তিক একটা উপসংহারে পৌঁছাবে।
এদিকে ইমরান খান লাহোরের জামান পার্কের বাসা থেকে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের জনগণের জন্য তিনি রাউলাপিন্ডি যাচ্ছেন এবং জনগণ তার জন্য বের হয়ে আসবে সেই বিশ্বাস তার আছে। হুমকির প্রসঙ্গে তিনি বলেন, হামলার লক্ষ্যবস্তু তিনি, জনগণ না। পূর্ব সতর্কতা নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ইনশাল্লাহ, আমি চিন্তিত নই।’
বিডিপ্রতিদিন/কবিরুল