২৬ নভেম্বর, ২০২২ ১৮:৪১

ইতালিতে ভূমিধসে হতাহতের শঙ্কা

অনলাইন ডেস্ক

ইতালিতে ভূমিধসে হতাহতের শঙ্কা

ইতালির ইসচিয়া দ্বীপে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে বহু মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার ভোরে উপকূলে কাদার স্রোত গাছপালার ধ্বংসাবশেষ, ভবন ও গাড়ি সমুদ্রে টেনে নিয়ে যায়। এক  ২৫ বছর বয়সী নারী ও তার পরিবারের সদস্যরাও আছেন নিখোঁজদের মধ্যে।

খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। 

স্থানীয় মেয়র জানিয়েছেন, অনেক পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। অনেক ভবন ধসে পড়েছে। হোটেলে ভিতরে অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি ও তীব্র বাতাস শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর ইতালির অবকাঠামো মন্ত্রী মাত্তিও সালভিনি জানিয়েছেন, এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এখনও কারও মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি।


সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর