শনিবার অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে এক বিশেষ পোজে অংশ নেন ২৫ হাজার নগ্ন স্বেচ্ছাসেবী। স্কিন (চর্ম) ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়।
আমেরিকার বিখ্যাত ফটোগ্রাফার স্পেনসার টিউনিক্স এই উদ্যোগ নেন। তিনি নিয়মিত মানুষকে চর্ম পরীক্ষায় উদ্যোগী করতেই এই বিশেষ ফটোশ্যুটের আয়োজন করে।
আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথমবারের মতো সমুদ্র সৈকতে নগ্নভাবে প্রবেশের অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ানদের স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি।
এ বিষয়ে টিউনিক বলেন, ‘আমরা মানুষকে স্কিন পরীক্ষার ব্যাপারে সচেতন করার সুযোগ পেয়েছি। আমি এখানে আসতে পেরে সম্মানিত।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল