হঠাৎ মারা গেলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই। তার বয়স হয়েছিল ৬৪ বছর। স্থানীয় সময় শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলতার বরাত দিয়ে এই মৃত্যুর খবর জানায় রয়টার্স।
খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই হঠাৎই মারা গেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন মাকেই।
জানা গেছে, মাকেই এই সপ্তাহের শুরুতে ইয়েরেভানে যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন।
সোভিয়েত পরবর্তী বেশ কয়েকটি রাষ্ট্রের একটি সামরিক জোট এটি। আগামীকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করার কথা ছিল তার।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ