তাইওয়ানকে আবারও হুমকি দিয়েছে চীন। সর্বশেষ হুমকিতে চীন বলেছে, বিদেশি রাজনীতিক যারা তাইওয়ানের সঙ্গে যোগাযোগ (ইন্টারঅ্যাক্ট) করছে তারা আগুন নিয়ে খেলছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের একজন মুখপাত্র বুধবার এই হুমকি প্রদান করেন। চীনের এই মুখপাত্র বলেন, ‘নতুন বছরে চীন পূর্বের মতো সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সংকল্পবদ্ধ।’ তাইওয়ানের স্বাধীনতার চক্রান্ত চূর্ণ করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
মাও জিয়াওগুয়াং নামে তাইওয়ান বিষয়ক চীনের এই মুখপাত্র আরও বলেন, কিছু দেশ তাইওয়ানকে স্বাধীন হওয়ার মতো বিদ্বেষপরায়ণ সমর্থন দিচ্ছে। এটা সুনিশ্চিতভাবে উসকানি। এসব দেশগুলোকে তাইওয়ানকে স্বাধীনতার মতো ভুল সংকেত প্রদান বন্ধ করার আহ্বান জানান তিনি।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। অঞ্চলটির কাছে দেশটি সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের শাসন মেনে নেওয়ার জন্য তাইওয়ানের ওপর কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপ জোরদার করেছে বেইজিং। তাইওয়ান সরকার বলেছে, তারা শান্তি চায়, তবে হামলা তা নিজেদের সুরক্ষায় ব্যবস্থা নেবে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল