দক্ষিণ আফ্রিকায় সাঁজোয়াযুক্ত (অর্থ বহনকারী) ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২০ ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।
মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের পরিবহন বিভাগের বরাতে এই খবর প্রকাশ করেছে।
এক বিবৃতিতে পরিবহন বিভাগ জানায়, একটি অর্থ বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জনের প্রাণহানি হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল