১২ এপ্রিল, ২০২৩ ১২:১৫

যুদ্ধবিমান কিনছে ইউক্রেনের প্রতিবেশী দেশ রুমানিয়া

অনলাইন ডেস্ক

যুদ্ধবিমান কিনছে ইউক্রেনের প্রতিবেশী দেশ রুমানিয়া

আমেরিকার কাছ থেকে এবার আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ রুমানিয়া। এ নিয়ে আমেরিকার সঙ্গে তাদের কথাও হয়েছে। 

গতকাল মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীকে আধুনিকীকরণে মঙ্গলবার আমেরিকার তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানগুলির একটি অনির্দিষ্ট সংখ্যক অধিগ্রহণের অনুমোদন দিয়েছে রুমানিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ (সিএসএটি)।

এক বিবৃতিতে সিএসএটি জানায়, ন্যাটো ও ইইউভুক্ত দেশের প্রতিশ্রুতির অংশ হিসেবে শক্তিশালী, বিশ্বাসযোগ্য, উপযুক্ত ও দক্ষ বিমান প্রতিরক্ষা সক্ষমতা থাকা রুমানিয়ার প্রতিরক্ষা নীতির উদ্দেশ্য পূরণের চাবিকাঠি। সর্বাধুনিক প্রজন্মের জঙ্গিবিমান মার্কিন এফ-৩৫ জেট কেনার মাধ্যমে বিমানবাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তবে কবে এবং কত সংখ্যক বিমান কেনা হবে সে ব্যাপারে কিছু জানায়নি সিএসএটি।

এর আগে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর চোখে পড়ার মতো সামরিক বাজেট বাড়িয়েছিল ন্যাটোভুক্ত দেশ রুমানিয়া। ইউক্রেনের সঙ্গে তাদের ৬৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। 

সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর