বিস্ফোরণে ইউক্রেনের জাপোরিঝঝিয়া প্রদেশের মেলিতোপোল শহরের পুলিশ প্রধান ওলেক্সান্ডার মিশচেঙ্কো নিহত হয়েছেন। রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে মেলিতোপোলের পুলিশ প্রধান ছিলেন ওলেক্সান্ডার মিশচেঙ্কো। রুশ সেনারা শহরটি দখলে নিলে রাশিয়ার প্রতি তিনি আনুগত্য প্রকাশ করেন। এ কারণে ইউক্রেনে তাকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে দেখা হতো।
বিবিসির খবরে বলা হয়েছে, মেলিতোপোল শহরটি এখনও রাশিয়ার দখল। গত বছর যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরই শহরটির দখল নেন রুশ সেনারা।
খবর অনুসারে, ওলেক্সান্ডার বৃহস্পতিবার নিজ বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশের ঠিক আগ মুহূর্তে আইইডি বিস্ফোরণে নিহত হন।মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদেরোভ বলেছেন, পুলিশ প্রধান ওলেক্সান্ডার মিশচেঙ্কো শুধুমাত্র নিজে ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তিনি অন্য পুলিশ সদস্যদেরও বিশ্বাসঘাতকতা করতে উদ্বুদ্ধ করতেন।
ইউক্রেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ইউক্রেনীয় প্রাভদা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায় তিনি এই হামলা চালিয়েছেন। হুমকির সুরে ওই ব্যক্তি আরও বলেন, যারাই ইউক্রেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের এই একই পরিণতি ভোগ করতে হবে।
মেলিতোপোল এবং ইউক্রেনের অন্যান্য অধিকৃত শহর যেখানে ইউক্রেনীয়রা রুশ পক্ষ নিয়েছে সেখানে নিয়মিত বিস্ফোরণ ঘটছে। শহরটির যুদ্ধ-পূর্ব জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ৫০ হাজার। এটি ফ্রন্টলাইন থেকে ৪০ মাইল দূরে অবস্থিত। সূত্র: ইন্ডিপেনডেন্ট
বিডিপ্রতিদিন/কবিরুল